মুমিন মূলত কুরআন ও হাদীসের বক্তব্য আক্ষরিকভাবে প্রমাণ হিসেবে গণ্য করবেন।

মুমিন মূলত কুরআন ও হাদীসের বক্তব্য আক্ষরিকভাবে প্রমাণ হিসেবে গণ্য করবেন। সুন্নাতে নববী ও সুন্নাতে সাহাবার আলোকে তা বুঝতে চেষ্টা করবেন। পরবর্তী ইমাম, ফকীহ ও আলিমদের বক্তব্য ও মতামতের সহযোগিতা নিবেন।
যিকিরের পরিচয়ে অস্পষ্টতা

১. ৫. যিকিরের পরিচয়ে অস্পষ্টতা অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাত ও সাহাবীগণের সুন্নাতের উপর নির্ভর না করে শুধুমাত্র শাব্দিক অর্থ বা ব্যক্তিগত প্রজ্ঞা, অভিরুচি ইত্যাদির উপর নির্ভর করে কুরআনের আয়াত বা হাদীসের অর্থ বা ব্যাখ্যা করতে গিয়ে আমরা বিভিন্ন প্রকারের বিভ্রান্তির মধ্যে নিপতিত হই। এধরনের অজ্ঞতা বা মনগড়া ব্যাখ্যার কারণে আমরা যিকিরের […]
যিকর, বেলায়াত ও আত্মশুদ্ধি

১. ৪. যিকর, বেলায়াত ও আত্মশুদ্ধি যিকর আরবী শব্দ। বাংলায় এর অর্থ স্মরণ করা বা স্মরণ করানো। পরবর্তী আলোচনা থেকে আমরা দেখতে পাব যে, যে কোনো প্রকারে মনে, মুখে, অন্তরে, কর্মের মাধ্যমে, চিন্তার মাধ্যমে, আদেশ পালন করে বা নিষেধ মান্য করার মাধ্যমে আল্লাহর নাম, গুণাবলি, বিধিবিধান, তাঁর পুরস্কার, শাস্তি ইত্যাদি স্মরণ করা বা করানোকে ইসলামের […]
আস-সুন্নাহ ট্রাস্টের ১৮ তম ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল 2022

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত, আস-সুন্নাহ ট্রাস্টের ১৮ তম ৩ দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল স্থান: জামিআতুস সুন্নাহ প্রাঙ্গন। কেন্দ্রীয় বাস টার্মিনাল, ঝিনাইদহ। তারিখ: ৭, ৮ ও ৯ ডিসেম্বর’২২, রোজ: বুধ, বৃহস্পতি ও শুক্রবার, সময়: প্রতিদিন সালাতুল আসর থেকে রাত ১১টা পর্যন্ত। ১ম দিন ওয়াজ করবেন: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া মজুমদার ইসলামী বিশ্ববিদ্যালয়, […]
সাদকায়ে জারিয়া

সাদকায়ে জারিয়ার মাধ্যমে মানুষ মৃত্যুর পরেও কবরে থেকে সওয়াব লাভ করতে থাকে। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল (সা.) বলেছেন, ‘মানুষ মৃত্যুবরণ করলে- তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমল বন্ধ হয় না; ১. সাদকায়ে জারিয়া। ২. এমন জ্ঞান-যার দ্বারা উপকৃত হওয়া যায়। ৩. এমন নেক সন্তান- যে তার জন্য দোয়া করে। […]
আস-সুন্নাহ ট্রাস্ট কমপ্লেক্স

আলহামদুলিল্লাহ! আস সুন্নাহ ট্রাস্ট কমপ্লেক্সের কাজ খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখনো অনেক কাজ বাকি, আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন তাদের সহযোগিতা করার জন্য আহ্বান করছি।
আস-সুন্নাহ ট্রাস্ট কমপ্লেক্সের কাজ

আলহামদুলিল্লাহ! আস সুন্নাহ ট্রাস্ট কমপ্লেক্সের কাজ খুবই দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখনো অনেক কাজ বাকি, আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিয়েছেন তাদের সহযোগিতা করার জন্য আহ্বান করছি।
আমন্ত্রণপত্র

আমন্ত্রণপত্র মুহতারাম, আপনি জেনে খুবই আনন্দিত হবেন যে, আগামী ৬ অক্টোবর-২২; রোজ: বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ১২ টা পর্যন্ত আস-সুন্নাহ ট্রাস্টে জেনারেল শিক্ষার্থীদের নিয়ে ‘ইসলাহী মাহফিল’ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ। উক্ত মাহফিলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশ গ্রহন করতে পারবেন। অনুষ্ঠান সূচী ৯ টা থেকে ৯.২০ মি পর্যন্ত: কুরআন তিলাওয়াত, হামদ-নাত ও উদ্বোধনী বক্তব্য। […]
পূজা

পূজা, যেখানে ভয়ঙ্করতম পাপ শিরক করা হচ্ছে, আমার আল্লাহ কে অপমান করা হচ্ছে। তুমি সেটা দেখতে গিয়েছো, দেখে আনন্দ পাচ্ছো, তোমার হৃদয়টা ফেটে যাচ্ছে না। তাহলে কি বুঝা গেলো? তোমার ভিতর ঈমানের যে দাবী করছো, তার কিছুই তোমার মধ্যে নেই। ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ
ঈদুল আযহার দিনে কিছু সুন্নাত কর্মসমূহ

ঈদুল আযহার দিনে গোসল করা, যথাসাধ্য পরিস্কার ও সুন্দর পোশাক পরিধান করা, এক পথে যাওয়া ও অন্য পথে ফিরে আসা ইত্যাদি বিষয়ে আমরা জানি। ঈদুল আযহার দিনে কিছু না খেয়ে খালিপেটে সালাতুল ঈদ আদায় করতে যাওয়া সুন্নাত। সম্ভব হলে ঈদের সালাতের পরে দ্রুত কুরবানী করে কুরবানীর গোশত দিয়ে “ইফতার” করা বা ঈদের দিনের পানাহার শুরু […]
যুলহাজ্জ মাসের প্রথম ১০ দিনের আমল

রাসূলুল্লাহ صَلَّى ٱللَّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ বলেন: “যুলহাজ্জ মাসের প্রথম দশ দিনে নেক আমল করা আল্লাহর নিকট যত বেশি প্রিয় আর কোনো দিনের আমল তাঁর নিকট তত প্রিয় নয়। সাহাবীগণ প্রশ্ন করেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদও কি এ দশদিনের নেক আমলের চেয়ে আল্লাহর নিকট প্রিয়তর নয়? তিনি বলেন, না, আল্লাহর পথে জিহাদও প্রিয়তর নয়, […]
বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ভাই-বোনদের মাঝে সহায়তা প্রদান

আগামীকাল সুনামগঞ্জ-সিলেটের উদ্দেশ্যে আস সুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে একটি কাফেলা জরুরী ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হবে, ইনশাআল্লাহ। এ পর্যন্ত যারা সহযোগিতা করেছেন এবং যারা সহযোগিতা করবেন মহান আল্লাহ তা‘আলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন, আমিন! পর্যায়ক্রমে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের […]
প্রতিদিন ২০ বার মৃত্যুর স্মরণে শাহাদতের মর্যাদা

আমাদের দেশের ওয়াযে ও পুস্তকে বহুল প্রচলিত একটি কথা: يَكُوْنُ مَعَ الشُّهَدَاءِ مَنْ ذَكَرَ الْمَوْتَ كُلَّ يَوْمٍ عِشْرِيْنَ مَرَّةً “যে ব্যক্তি মৃত্যুকে প্রতিদিন বিশবার স্মরণ করবে সে শহীদগণের সঙ্গী হবে বা শহীদের মর্যাদা লাভ করবে।” মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে, এটি সনদবিহীন বানোয়াট কথা।প্রতিদিন ২০ বার মৃত্যুর স্মরণে শাহাদতের মর্যাদা আমাদের দেশের ওয়াযে ও পুস্তকে বহুল প্রচলিত […]
শাওয়াল মাস বিষয়ক কিছু জাল হাদীস

রোযা ও অন্যান্য ফযীলত এ সকল বানোয়াট কথার মধ্যে রয়েছে: “হাদীস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইয়াছেন: যেই ব্যক্তি শাওয়াল মাসে নিজেকে গুনাহের কার্য হইতে বিরত রাখিতে সক্ষম হইবে আল্লাহ তা‘আলা তাহাকে বেহেশতের মধ্যে মনোরম বালাখানা দান করিবেন। অন্য এক হাদীসে বর্ণিত হইয়াছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করিয়াছেন, যেই ব্যক্তি […]
শাওয়াল মাস

(ক) সহীহ হাদীসের আলোকে শাওয়াল মাস শাওয়াল মাস হজ্জের মাসগুলোর প্রথম মাস। এ মাস থেকে হজ্জের কার্যক্রম শুরু হয়। এছাড়া সহীহ হাদীস দ্বারা এ মাসের একটি ফযীলত প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ “যে ব্যক্তি রামাদান মাসের সিয়াম পালন করবে। এরপর সে শাওয়াল […]
পানাহারের গুরুত্বপূর্ণ আদব: হারাম ভক্ষণ থেকে বিরত থাকা

খাওয়ার প্রথম আদব হল, হারাম খাওয়া যাবে না, হারাম উপার্জন ভক্ষণ করা যাবে না। আমরা বাংলাদেশের মানুষ, হালাল-হারাম নিয়ে বেশ সচেতন, মাশাআল্লাহ। এত সচেতন যে, দেখেন একজন আমাকে প্রশ্ন করেছে, সে বর্তমানে উচ্চ পদস্থ একজন অফিসার, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে হিসেবে আমাকে স্যার বলে, যদিও আমার বিভাগে সে পড়ে নি, বর্তমানে সিনিয়র একজন সরকারি কর্মকর্তা, […]
জুমু‘আতুল বিদা ও ঈদুল ফিতর

রামাদান মাসের শেষ জুমুআ। আজ আমরা ঈদের আহকাম ও রামাদানের বিদায় সম্পর্কে আলোচনা করব, ইনশা আল্লাহ। কিন্তু তার আগে আমরা এ সপ্তাহের জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলির বিষয়ে সংক্ষেপ আলোকপাত করি। আজ ইংরেজী …. মাসের …. তারিখ। এ সপ্তাহের দিবসগুলির মধ্যে রয়েছে …। সামনে আমাদের ঈদুল ফিতর। হাদীস শরীফে ‘চাঁদ দেখে সিয়াম শুরু করার ও শেষ […]
পানাহারের গুরুত্বপূর্ণ আদব : অল্প ও পরিমিত খাবার খাওয়া

এরপর একটা গুরুত্বপূর্ণ আদব, ফরয বা ওয়াজিব না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, সুন্নাতে মুআক্কাদাহ পর্যায়ের। সেটা হল কম খাওয়া (পরিমিত খাওয়া)। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দস্তরখানে খেয়েছেন, আমরাও দস্তরখানে খাই। কিন্তু দস্তরখানে খাওয়ার কোনো তাকীদ তিনি দেন নি। ‘দস্তরখানে খাও’, এমন নির্দেশ তিনি দেন নি। দস্তরখানে না খেলে আপত্তি তিনি কখনো করেন নি। তারপরেও আমরা […]
হালাল উপার্জন করা, হারাম উপার্জন থেকে বিরত থাকা

আমরা সবাইকে সচেতন করতে পারব না, ভাই। কারণ, আমরা যত কথাই বলি না কেন, এখানে একটা জটিল সমস্যা আছে। সমস্যাটা হল, মনে করেন, ঝিনাইদহের দুইজন ডাক্তার আছে। আমার ডায়াবেটিসের কথাই আপনাদের বলি। মনে করেন, ডায়াবেটিসের কারণে আমি ডাক্তারের কাছে গেলাম। দুইজন ডাক্তারের কাছে। একজন ডাক্তার একটু ক্ষ্যাপাটে। সে আমাকে বলল, ‘ঔষধপাতি খেয়ে টাকা নষ্ট করেন […]
রামাদানে কুরআন তিলাওয়াত ও কিয়ামুল্লাইল

রামাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কুরআন তিলওয়াত। বিগত খুতবায় আমরা এ বিষয়ে কিছু আলোচনা করেছি। রামাদানে দুভাবে কুরআন তিলাওয়াত করতে হবে: প্রথমত কুরআন কারীম দেখে দেখে দিবসে ও রাতে তিলাওয়াত করতে হবে। সাহাবী-তাবিয়ীগণ রামাদানে এভাবে তিলাওয়াত করে কেউ তিন দিনে, কেউ ৭ দিনে বা কেউ ১০ দিনে কুরআন খতম করতেন। আমাদের সকলকেই চেষ্টা করতে হবে […]
শবে কদর, ইতিকাফ ও ফিতরা

রামাদান মাসের তৃতীয় জুমুআ। আজ আমরা রামাদানের শেষ দশ রাত, শবে কদর, ইতিকাফ ও সাদাকাতুল ফিতর সম্পর্কে আলোচনা করব, ইনশা আল্লাহ। কিন্তু তার আগে আমরা এ সপ্তাহের জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলির বিষয়ে সংক্ষেপ আলোকপাত করি। আজ ইংরেজী ….. মাসের ….. তারিখ। এ সপ্তাহের দিবসগুলির মধ্যে রয়েছে …………..। রামাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো শেষ দশ রাত। […]
পিতামাতা ও সকল মুসলিমের জন্য ইস্তিগফার

মুমিন যেমন নিজের জন্য আল্লাহর ক্ষমা ভিক্ষা করবেন, তেমনি মুসলিম উম্মাহর সকল সদস্যের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। বিশেষত নিজের পিতামাতা, আত্মীয়, বন্ধু ও পূর্ববর্তী মুসলিমগণের জন্য। কুরআনে আল্লাহ বলেছেন, পরবর্তী যুগের মুসলিম প্রজন্মরা বলে: رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلاًّ لِلَّذِينَ آَمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ “হে […]
তাওবা-ইস্তিগফারের ফযীলত ও নির্দেশনা

কুরআন কারীমে মুমিনগণকে বারবার তাওবা ও ইস্তিগফার করতে নির্দেশ দেওয়া হয়েছে। তাওবা ও ইস্তিগফারের জন্য ক্ষমা, পুরস্কার ও মর্যাদা ছাড়াও জাগতিক উন্নতি ও বরকতের সুসংবাদ প্রদান করা হয়েছে। অনুরূপভাবে বিভিন্ন হাদীসে ইস্তিগফারের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে, ইসতিগফার আল্লাহর অন্যতম যিকর। যিকরের সাধারণ ফযীলত ইস্তিগফারকারী লাভ করবেন। এ ছাড়াও ইস্তিগফারের অতিরিক্ত মর্যাদা ও সাওয়াব […]
রামাদান মাসের ২য় জুমুআ

আজ আমরা যাকাতের আহকাম আলোচনা করব, ইনশা আল্লাহ। কিন্তু তার আগে আমরা এ সপ্তাহের জাতীয় ও আন্তর্জাতিক দিবসগুলির বিষয়ে সংক্ষেপ আলোকপাত করি। আজ ইংরেজী … মাসের … তারিখ। এ সপ্তাহের দিবসগুলির মধ্যে রয়েছে …। ঈমান ও সালাতের পরে যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। অনেক ইবাদতই কুরআন কারীমে মাত্র ২/৪ বার উল্লেখিত হয়েছে, যেমন রোযা, হজ্জ ইত্যাদি। […]
কয়েকটি মাসনূন ইস্তিগফার

মুমিন যে কোনো ভাষায় ও বাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। ভাষা বা বাক্যের চেয়ে মনের অনুশোচনা ও আবেগ বেশি প্রয়োজনীয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শেখানো বাক্য ব্যবহার করা উত্তম। সাধারণভাবে বিভিন্ন হাদীসে ইস্তিগফারের জন্য ‘আসতাগফিরুল্লা-হ’ (আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি) এবং কখনো এর সাথে ‘ওয়া আতূবু ইলাইহি’ (এবং আমি তাঁর কাছে তাওবা […]