As-Sunnah Trust

সাম্প্রতিক সংবাদ

প্রতিদিন ২০ বার মৃত্যুর স্মরণে শাহাদতের মর্যাদা

প্রতিদিন ২০ বার মৃত্যুর স্মরণে শাহাদতের মর্যাদা

আমাদের দেশের ওয়াযে ও পুস্তকে বহুল প্রচলিত একটি কথা: 

يَكُوْنُ مَعَ الشُّهَدَاءِ مَنْ ذَكَرَ الْمَوْتَ كُلَّ يَوْمٍ عِشْرِيْنَ مَرَّةً

“যে ব্যক্তি মৃত্যুকে প্রতিদিন বিশবার স্মরণ করবে সে শহীদগণের সঙ্গী হবে বা শহীদের মর্যাদা লাভ করবে।”

মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে, এটি সনদবিহীন বানোয়াট কথা।প্রতিদিন ২০ বার মৃত্যুর স্মরণে শাহাদতের মর্যাদা আমাদের দেশের ওয়াযে ও পুস্তকে বহুল প্রচলিত একটি কথা: 

يَكُوْنُ مَعَ الشُّهَدَاءِ مَنْ ذَكَرَ الْمَوْتَ كُلَّ يَوْمٍ عِشْرِيْنَ مَرَّةً

“যে ব্যক্তি মৃত্যুকে প্রতিদিন বিশবার স্মরণ করবে সে শহীদগণের সঙ্গী হবে বা শহীদের মর্যাদা লাভ করবে।”

মুহাদ্দিসগণ উল্লেখ করেছেন যে, এটি সনদবিহীন বানোয়াট কথা।1তাহির পাটনী, তাযকিরা, পৃ. ২১৩; শওকানী, আল-ফাওয়াইদ ১/৩৩৬।

—————————————————-

বই : হাদিসের নামে জালিয়াতি

লেখক : ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।

  • 1
    তাহির পাটনী, তাযকিরা, পৃ. ২১৩; শওকানী, আল-ফাওয়াইদ ১/৩৩৬।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print

একটি রেসপন্স

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।