As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 937
আসসালামুয়ালাইকুম। ইহরাম অবস্থায় গুছলের সময় যদি কে্উ শুরুটায় অজু করে এবং এরপর গুছলের মাঝে পরিষ্কার হয় অথবা গা মুছার পরে যদি গোপন অঙ্গে স্পর্শ লাগায় তাহলেও কি অজু থাকবে? এই অবস্থায় উমরাহ করলে কি উমরাহ হবে? যদি উমরাহ না হয় তবে এখন আমি কি করতে পারি? এটি কি আমার

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 937

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। ইহরাম অবস্থায় গুছলের সময় যদি কে্উ শুরুটায় অজু করে এবং এরপর গুছলের মাঝে পরিষ্কার হয় অথবা গা মুছার পরে যদি গোপন অঙ্গে স্পর্শ লাগায় তাহলেও কি অজু থাকবে? এই অবস্থায় উমরাহ করলে কি উমরাহ হবে? যদি উমরাহ না হয় তবে এখন আমি কি করতে পারি? এটি কি আমার মূল হজ্জের কোন ক্ষতি করবে? উক্ত উমরাহ শেষ করে এখন আমি মুল হাজ্জ করার জন্য মক্কাতে অবস্থান করছি। বিষয়টি নিয়ে আমি খুবি দুশ্চিন্তায় আছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। না, আপনার ওযু নষ্ট হয় নি। আপনার ওমরাহ হয়ে গেছে, কোন সমস্যা নেই। আপনি চিন্তা করবেন না। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ আপনার হজ্জকে কবুল করুন।