আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 938

অর্থনৈতিক

প্রকাশকাল: 24 আগস্ট 2008

প্রশ্ন

Please see below answer from your website, But my question is is there any rule in islam to make / call 3 talak at a time? Please replay what in rule in quaran hadis about talak?

উত্তর

ক সময়ে তিন তালাক দিলে, এক বাক্যে দিক কয়েক বাক্যে দিক, প্রসিদ্ধ চার ইমাম এবং অন্যান্য প্রায় সকল আলেমের নিকট তিন তালাকই পতিত হব। তাকে ফিরিয়ে নেয়ার কোন সুযোগ নেই। তবে যদি পরে অন্যত্র বিয়ে হওয়ার পর সেই স্বামী মারা যাই অথবা সেখান থেকে তালাকপ্রাপ্ত হয় তাহলেই কেবল আগের স্বামীর সাথে বিয়ে করত পারবে। সূরা বাকারা, আয়াত ২৩০।