As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 936

ঈদ কুরবানী

প্রকাশকাল: 22 আগস্ট 2008

প্রশ্ন

আমরা ৪ ভাই বাবা মার অধীনে আছি, মানে এখনও আমাদের ৪ ভাইয়ের মধ্যে কেউ আলাদা হই নাই। ২ ভাই বিবাহিত। এর মধ্যে ২ ভাই চাকুরী করি, আর এক জন বিজনেস করে, বাকি জন এখনও ছাত্র। আপনার কাছে প্রশ্ন হল আমাদের পরিবারের শুধু আমার বাবা কোরবানি দিলে কি আমাদের সবার কোরবানি আদায় হয়ে যাবে? অবশ্য বাবা কে কোরবানির জন্য আমরা ৩ ভাই টাকা দিয়ে থাকি। আমাদের কে কি আলাদা ভাবে কোরবানি করতে হবে?
আশা করি উত্তর টি জানাবেন।

উত্তর

আপনারা তিন ভাইয়ের যদি ব্যক্তিগত সম্পদ থেকে আর সে সম্পদ যদি কুরবানীর নিসাব পরিমান হয় তাহলে আপনাদের প্রত্যেকের উপর কুরবানী ওয়াজিব। শুধু আপনার পিতার পক্ষ থেকে কুরবানী দেয়া যথেষ্ট নয়। তবে যদি আপনারা নিসাব পরিমান সম্পদের মালিক না হন তাহলে কোন সমস্যা নেই। নিসাব হলো সাড়ে বায়ান্ন তোলা রুপা কিংবা এই মূল্য পরিমান টাকা-পয়সা কিংবা প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকা। আপনার প্রশ্ন সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া 0932 নং প্রশ্নের উ্ত্তর।