As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 846

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 May 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, দয়া করে প্রশ্নের উত্তরটা দিয়ে উপকৃত করবেন। প্রশ্নটি হলো: কোনো বয়স্ক লোক পেনশনের টাকা ফিক্সড করে রেখে যদি ঐ টাকার লভ্যাংশ দিয়ে সংসার পরিচালনা করেন তা কতটা বৈধ হবে? কারণ ঐ লোকের কাজ করার মতো ক্ষমতা নাই এবং উপার্জনক্ষম কোন সন্তানও নাই। এক্ষেত্রে তাদের করনীয় কি । একটু কষ্ট করে জানাবেন

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্ন দেখে মনে হচ্ছে ব্যাংকে টাকা রেখে সেই টাকার সুদ দিয়ে সংসার চালানো যাবে কি না তা জানতে চেয়েছেন। ভাল করে মনে রাখবেন এটা লভ্যাংশ নয়। এটা সুদের অংশ। ব্যবসাতে লাভ হয়, এটা হালাল। সুদের টাকা লাভ নয়, এটা হারাম। অন্য কোন হালাল ব্যবসা করতে হবে। অবিলম্বে এই কাজ ছাড়তে হবে।কুরআনে আছে, (অর্থ যে) আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে রাস্তা বের করে দেন। সূরা ত্বলাক, আয়ত নং ২।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।