আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 847

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 মে 2008

প্রশ্ন

সাহু সিজদা করার নিয়ম কি? আমাদের দেশে প্রচলিত নিয়ম (শেষ বৈঠকে শুধু আত্তাহিয়্যাতু পড়ে, শুধু ডান দিকে একবার সালাম ফিরিয়ে দুইটা সিজদা দিয়ে আবার আত্তাহিয়্যাতু দুরুদ পড়ে সালাম ফিরানোর নিয়ম) সঠিক কিনা বিস্তারিত জানতে চাই। অন্য কোন নিয়ম থাকলে কোন নিয়ম সবচেয়ে ভাল বলে আপনাদের মনে হয়?

উত্তর

হ্যাঁ, আমাদের দেশে প্রচলিত নিয়মটিও সহীহ। সাহু সাজদার আরো নিয়ম আছে। তার একটি হলো সাহু সাজদা দিয়ে দুই দিকে সালাম ফিরানো।