As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 845

নামায

প্রকাশকাল: 23 মে 2008

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্নের উত্তর দিলে খুব উপকৃত হব। প্রশ্নটা হলো: সেজদায় সুবহানা রব্বি আল আলা কি বিজোড় সংখ্যাই পড়তে হবে নাকি ইচ্ছে মতো যতবার খুশি পড়া যাবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিজোড় সংখায় পড়তে হবে বলে কোন নির্ভরযোগ্য হাদীসে বর্ণিত হয় নি। তবে আব্দুল্লাহ ইবনে মাসঊদ রাঃ থেকে বর্ণীত আছে যে, রাসূল সাঃ বলেন: : إِذَا رَكَعَ أَحَدُكُمْ فَلْيَقُلْ ثَلاَثَ مَرَّاتٍ سُبْحَانَ رَبِّىَ الْعَظِيمِ وَذَلِكَ أَدْنَاهُ وَإِذَا سَجَدَ فَلْيَقُلْ سُبْحَانَ رَبِّىَ الأَعْلَى ثَلاَثًا وَذَلِكَ أَدْنَاهُ অর্থঃ যখন তোমাদের কেউ রুকু করবে তখন সে যেন তিনবার সুবহানা রাব্বীয়াল আযীম বলে। আর এটা হল সর্বনিম্ম পরিমান। আর যখন সেজদা করে তখন সে যেন তিনবার বলে সুবহানা রাব্বীয়াল আলা। আর এটা হল সর্বনিম্ম পরিমান। সুনানে আবু দাউদ, হাদীস নং ৮৮৬। এই হাদীসটিতেও সমস্যা আছে। ইমাম আবু দা্উদ রহ. বলেছেন, মুরাসাল। শায়খ আলবানী রহ. বলেছেন, যয়ীফ। অন্যান্য সহীহ হাদীস দ্বারা বুঝা যায় যত খুশি ততবার পড়তে পারবে। বিস্তারিত জানতে দেখুন, আমাদের দেয়া ০০০৩ নং প্রশ্নের উত্তর।