As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 779

প্রশ্ন

আসসালামু আলাইকুম । হুজুর প্রশ্ন টা হয়ত অপ্রাসঙ্গিক। তবুও বিষয় টা জানার একান্ত প্রয়োজন। স্বামী-স্ত্রী সহবাস না করে উলঙ্গ অবস্থায় যদি উভয়ে উভয়ের লজ্জাস্থানে চুমু খায়, এবং হাত দ্বারা স্পর্শ করে এবং এতে বীর্য পাত না হয় তাহলে কি তাদের উপর গোসল ফরজ হবে? এবং এই অবস্থায় নামাজ পরা যাবে কি না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। লজ্জাস্থানে চুমু দেয়া একটি নষ্ট কাজ, বাজে, রুচিহীন কাজ। এর থেকে বিরত থাকতে হবে। তবে আপনি যা বলেছেন ্এর কারণে গোসল ফরজ হবে না। নামায পড়া যাবে।