আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 778

অর্থনৈতিক

প্রকাশকাল: 17 মার্চ 2008

প্রশ্ন

ইহুদী দের সাথে কি ব্যবসা করা যাবে যাবে বিশেষ করে যারা ইসরাইল এ থাকে বা ইসরাইল কে সাপোর্ট করে। যেহেতু ইসরাইল আমাদের নিরীহ প্যালেস্টাইন এর ভাই বোন দের হত্যা করতেছে । আর আমরা যদি ইসরাইল কে সাপোর্ট করা কোন ইহুদীদের সাথে ব্যবসা করি তাহলে দেখা গেল আমাদের ব্যবসা দারা অর্জিত অর্থ দিয়ে আমদের ভাই বোনদের হত্যা করতেছে । বিস্তারিত জানাবেন আশাকরি। আর অমুসলিম দের সাথে ব্যবসা বা কাজ করার শরীয়ত এর বিধান কি?

উত্তর

অন্য ধর্মের লোকদের সাথে সাধারণ ব্যবসা বা লেনদেনে মুসলিমদের কোন সমস্যা নেই। তবে সেই ব্যবসার লাভের টাকা যদি তারা মুসলিমদের ক্ষতি করার পিছনে খরচ করে তাহলে আলেম ও ফকীহগণ বলেছেন তাহলে তাদের সাথে ব্যবসা করা যাবে না, জায়েজ নেই।