As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 755

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 ফেব্রু. 2008

প্রশ্ন

নারীদের কপালে টিপ পড়া কি বৈধ? টিপ কি হিন্দুদের সিঁদুর বা ধর্মীয় বিশ্বাসের সাথে সম্পৃক্ত? টিপ নাকি ইব্রাহীম (আ) এর সময়ে কিছু ভ্রষ্টা নারী থেকে এসেছে? বর্তমানে দুই ধরনের টিপ রয়েছে। ১.বড় আকৃতির যা কপালের মাঝখানে পড়া হয়। ২.ছোট আকৃতির যা দুই ভ্রুর মাঝখানে পড়া হয়। কোনটা বৈধ বা অবৈধ? দলীলসহ বিস্তারিত জানতে চাই।

উত্তর

এই ধরনের একটি প্রশ্ন সম্পর্কে স্যার বেচেঁ থাক কালীন আমি স্যারের সাথে আলোচনা করেছিলাম। তিনি যা বলেছেন তা আমি একজনকে লিখে জানিয়ে ছিলাম। সেই লেখাটি এখন আমি আপনার জন্য দিয়ে দিলাম। তিনি বলেছিলেন, সিদুর হিন্দুদের ধর্মের অংশ। টিপা তেমন নয়। তবে এটা ইসলামী সাজ-সজ্জার অন্তর্ভূক্ত নয়। যেহেতু টিপ সিদুরের মত মনে হয় তাই অনেক আলেম এটাকে হারাম বলেছেন। তবে এটা হারাম নয় বলেই মনে হয়। তারপরও মুসলিম মেয়েদের টিপ না পরাই ভাল । তিনি আরো বলেছিলেন, এটা ভারতীয় সংস্কৃতির অংশ। মুসলিম সংস্কৃতির অংশ নয়। আমি মনে করি, মুসলিম মেয়েদের টিপ পরিহার করা একান্ত আবশ্যক। কোন দীনদার মহিলাকে আমি টিপ পরতে শুনিনি । টিপ ইব্রাহীম আ. এর সময়ে কিছু ভ্রষ্ট নারী থেকে এসেছে এই সম্পর্কে স্যার রহ. বলেছিলেন, এটা বানোয়াট কথা। সব ধরনের টিপ সম্পর্কে একই কথা।