As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 756

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 ফেব্রু. 2008

প্রশ্ন

ইচ্ছা করে কেউ স্ত্রীর সহবাস করে তার রোযা ভেঙে যায়। তবে সে যদি না যেনে এই কাজ করে তাহলে কি তার রোযা ভেঙে যাবে? তবে সে যদি এ বিষয় জানার পর আল্লাহর কাছ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়

উত্তর

একজন রোজাদারের উচিৎ রোজা সম্পর্কীত মাসআলাসমূহ ভালভাবে জেনে নেয়া। অধিকাংশ আলেমের মতে সহবাস করলে রোজা ভঙ্গ হবে এটা যে ব্যক্তি জানে না যে যদি সহবাস করে তাহলে তার রোজা ভঙ্গ হবে না । কাযা ওকাফফারা কোন কিছু ওয়াজিব হবে না। কোন কোন আলেম বলেছেন. কাজা ও কাফফারা ওয়াজিব হবে।তবে যদি জানে যে সহবাস করলে রোজা ভঙ্গ হয় কিন্তু কাফফারা ওয়াজিব এটা না জানে তাহলে কাযা ও কাফফারা দুটোই ওয়াজিব হবে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন, মারকাযুল ফাতাওয়া, ফাতাওয়া নং ১২৫৭৬৭ ও ২৪০৩২। আল্লাহ ভাল জানেন। আর ভুল করে ক্ষমা চাইলে অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমা করবেন।