আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 754

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 ফেব্রু. 2008

প্রশ্ন

বাসাবাড়ি মর্ডগেজ দেয়া নেয়া সম্পর্কে ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই।

উত্তর

যে কোন বন্ধকের ক্ষেত্রে ইসলামী নিয়ম হলো বন্ধক দেয়া জিনিসের দ্বারা বন্ধ গ্রহীতা কোন ধরণের উপকার নিতে পারবে না। যদি উপকার নেয় তাহলে তার ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ যদি কেউ ২০০০ হাজার টাকার বিনিময়ে কারো কাছে বাড়ি বন্ধক দেয় তাহলে বন্ধক গ্রহীতার জন্য জায়েজ নেই সেই ঘরে থাকা বা ভাড়া দেয়া। তবে যদি থাকা বা ভাড়া দেয়ার বিনিময়ে প্রতিমাসে কিছু টাকা কাটা যায়, যেমন প্রতিমাসে দুই হাজার টাকা কাটা যাবে এমন চুক্তি হলো, তাহলে থাকা বা ভাড়া দেয়া জায়েজ হবে। আমাদের দেশে সাধারণত যেটা হয় অর্থা বন্ধক গ্রহীতা বন্ধকী সম্পত্তি ভোগ করে আর এর বিনিময় কোন কিছু দেয় না, যখন বন্ধকদাতা তার টাকা ফেরৎ দেয় তখন বন্ধকী সম্পত্তি দিয়ে দেয়, এটা জায়েজ নেই। আশা করি বুঝতে পেরেছেন।