আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6445

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 সেপ্টে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ১। অনেকে দেখি পাতলা পাঞ্জাবি পড়ে নামাজ আদায় করে, সেই পাঞ্জাবি পড়ার কারনে তার শরীর দেখা যায়, অনেকে স্যান্ডো গেঞ্জি পড়ে ভিতরে হাত কাটা। এভাবে পাতলা পাঞ্জাবি পড়ে কি নামাজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাটুর নিচ থেকে নাভী পর্যন্ত (নাভীসহ) ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। নামাযে এতটুকু ভালোভাবে ঢাকা থাকলেই নামায হবে। তবে এমন পোশাক পরা উচিত যা শরীরকে ভালো করে ঢেকে রাখে।