As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6444

ঈমান

প্রকাশকাল: 21 Sep 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। রাগের মাথায় একটি ঈমান বিধ্বংসী বাক্য আমার মুখ থেকে বের হয়ে যায়। যদিও বাক্যটির সাথে আমি একমত নই এবং ওই কথার উপর কখনোই আমল করিনা৷ মুখ ফসকে ভূলে এরকম বের হয়ে গেছে। এতে কি আমার ঈমান নষ্ট হয়ে যাবে? দয়াকরে জানাবেন। জাজাকাল্লাহ খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ঈমান বিধ্বংসী কথা বললে তো ঈমান ধ্বংসে হয়ে যাবেই। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নতুন করে ঈমান গ্রহণ করুন।