আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6446

পোশাক পরিচ্ছেদ

প্রকাশকাল: 23 সেপ্টে. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। টুপি পড়া কি সুন্নাত? অনেক কে বলতে শুনেছি টুপি পড়া সুন্নাত নয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। টুপি ইসলামী ঐতিহ্যের অংশ। রাসূলুল্লাহ সা., সাহাবীগণ ও তৎপরবর্তী যুগের মুসলিম উম্মাহর সাধারণ অভ্যাস ছিল মাথা আবৃত করা। টুপি ছিল সাধারণ পোশাকের অংশ, তারা সব সময় সাধারণত টুপি পরিধন করে থাকতেন এবং নামাযও টুপি পরিহিত অবস্থায় আদায় করতেন। টুপি তাকওয়াবান, আল্লাহভীরু মুসলিমদের সার্বক্ষনিক পোশাক। টুপি একটি গুরুত্বপূর্ণ সুন্নাত।

দলীলসহ বিস্তারিত জানতে দেখুন শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহি. রচিত কুরআন-সুন্নাহর আলোকে পোশাক পর্দা ও দেহ-সজ্জা বইটি।