ওয়া আলাইকুমুস সালমা। জ্বী, যদি এই টাকা আপনাদের কারও হয় এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত হন, তাহলে এই টাকা দিয়ে সবার ঐক্যমতে সবার যৌথ কোন প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন। যার টাকা তার পক্ষ থেতে এটা দান হিসেবে গণ্য হবে। এমনকি সবার ঐক্যমতে অন্য যে কোন কাজও করতে পারেন। যেমন, বাইরের কোন অসহায় মানুষকেও উক্ত টাকা দিতেও পারেন।