ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6330
আস-সালামু আলাইকুম। যদি কেউ সকালে এমন সময় ঘুম থেকে উঠে যে সে উযূ করে আসতে আসতে সূর্যদয় শুরু হয় অর্থাৎ সালাতের নিষিদ্ধ সময় শুরু হয়ে যায় তাহলে কি সে ঐ সময়েই ফজরের সালাত আদায় করবে নাকি সালাতের নিষিদ্ধ সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর তা কাযা আদায় করবে?
ওয়া আলাইকুমুস সালাম। এই বিষয়ে দুটি মতামতই পাওয়া যায়ে। তবে নিষিদ্ধ সময় শেষ হওয়ার পর সালাত আদায় করাই অধিক সতর্কতা বলে মনে হয়।