As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6332

বিবিধ

প্রকাশকাল: 1 জুন 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একটি প্রাইমারী স্কুলে চাকরি করি। সেখানে টিফিন পিরিয়ডে যে চা, নাস্তা খাওয়া হয় তার টাকা মুলত নেওয়া হয় স্টুডেন্ট ভর্তির টাকা (যদিও সরকারিভাবে স্টুডেন্ট ভর্তিতে কোন টাকা নেওয়ার নিয়ম নেই), বিভিন্ন প্রকাশনী কর্তৃক প্রদত্ত গাইড বইয়ের সৌজন্যে কপি বিক্রির টাকা, পুরাতন বই বিক্রির টাকা এবং মাঝে মধ্যে সরকার কর্তৃক প্রদানকৃত অন্যান্য খাতের টাকাও নেওয়া হয়। আমার প্রশ্ন হচ্ছে এইসব চা,নাস্তা খাওয়া কি জায়েজ হবে? (যেহেতু নাস্তার জন্য বেতনের সাথে ২০০ টাকা দেওয়া হয়)। তাছাড়া স্কুলে অনেক সময় অব্যবহৃত সাবান, হ্যান্ডওয়াশ থাকলে সব শিক্ষকরা নিয়ে নেয়। এতে কি আমানতের খিয়ানত হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, এইসব খাতের টাকা দিয়ে চা-নাস্তা খাওয়া জায়েজ হবে না। বেতনের সাথে যে টাকা দেয় সেটা দিয়ে খেতে পারেন। স্কুলে অব্যবহৃত কোন দ্রব্যও শিক্ষকরা নিয়ে যেতে পারবে না। এগুলো অবশ্যই খেয়ানত। গাইড বইয়ের সৌজন্য কপি দরিদ্র ছাত্রদের দিয়ে দিবেন, এটা বিক্রি করা যাবে না।