আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6309

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 মে 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম শায়েখ,

১) “আমি ২.৫ বছর আগে আমার এক বন্ধু কে ১০ লক্ষ টাকা কিছু দিনের জন্য টাকা ধার দিয়েছিলাম কিন্তু সে টাকা দিচ্ছে না এবং ডেইটও দিচ্ছে না কবে পরিশোধ করবে” এই টাকার কি যাকাত দিতে হবে যদি দিতে হয় তাহলে কি ২ বছর ধরে দিবো?

২) ৫ বছর আগে জমি কিনা বাবদ এক বন্ধুকে ১০লক্ষ টাকা দিয়েছিলাম উক্ত জমি আমি বুঝিয়া পাইনি। এই টাকার যাকাত দিতে হবে কি? দিলে কি ৫ বছরে ধরে দিবো?

★ আমার অর্থনৈতিক অবস্থা ভালো না। ইনকাম জিরো। কিন্তু আমার বড় ছেলে ৫০হাজার টাকার চাকুরি করে বাকি ছেলেরা পড়াশুনা করে। দেশের বাড়িতে নাম মাত্র কিছু জমি আছে। আমার ৫ লক্ষ টাকার ঋণ রয়েছে। জাজাকাল্লাহ খাইয়রান।

উত্তর

১। যদি নিশ্চিত থাকেন যে, দেরীতে হলেও সে আপনাকে টাকা দিয়ে দিবে তাহলে বিগত ২ বছরের যাকাত আপনাকে দিতে হবে। টাকা হাতে পাওয়ার পরও যাকাত দিতে পারবেন। অঅর ধার দেওয়া টাক যা পাওয়া যেতে পারে আবার নাও যেতে পারে এক্ষেত্রে যাকত দিতে হবে কি না বা দিলেও কত দিনের দিতে হবে, এই নিয়ে আলেম ও ফকীহগণের মাঝে মতবিরোধ আছে। শায়খ আব্দুল্লাহ বিন বাযসহ অনেক ফকীহ বলেছেন, টাকা হাতে পাওয়ার পর পিছনের এক বছরের যাকাত দিতে হবে। বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া ৭৫১ নং প্রশ্নের উত্তর। ২। জমি যদি কেনা না হয় তাহলে সেটা আপনার মালিকানার টাকা হিসেবে গণ্য। সুতরাং তার যাকাত দিতে হবে। বিগত প্রতি বছরের যাকাত দিতে হবে। তবে ঋনের ৫ লক্ষ টাকা আপনার যাকাতের হিসাব থেকে বাদ যাবে। ৫ লক্ষ টাকার যাকাত দেয়া লাগবে না। মোট যদি ২০ লাখ হয় তাহলে ৫ লাখ বাদ গিয়ে ১৫ লাখ টাকার যাকাত দিতে হবে।