As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6310

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম। ইউরোপ থেকে এসেছি এবং সফররত অবস্থায়ও রোজা ছিলাম। এখন কি ৩১টা রোজা রাখবো নাকি ১ দিন একটা ফেঙ্গে ফেলবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যে দেশে অবস্থান করছেন সে দেশে যদি ঈদ হবে সেদিন রোজা ভাঙবেন। ৩১টা হলেও সমস্যা নেই। ২৮ হলেও সমস্যা নেই।