ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, বিয়ে বৈধ। মোহরানা বিয়ের বৈধতাকে আটকাতে পারে না। মোহরনা নির্ধারণ না করলেও বিবাহ হয়ে যাবে। অটোমেটিক মোহর মিছিল নির্ধারণ হয়ে যাবে। ছেলে শ্বশুরের দেয়া উপহার দিয়ে মোহরানা শোধ করতে পারবে। তবে এতো টাকা মোহর নির্ধারণ করা জুলুম। যারা এটা এই ছেলের উপর চাপিয়েছে তারা অত্যাচারী জালেম।