১। পাপ তো আপনার হবে না, পাপ হবে আপনার পিতার। যিনি অবিবেচকের মত কাজ করে গেছেন, বিনা প্রয়োজনে মৃত্যুর আগে দানপত্র করে গেছেন। আপনার উচিত হলো আপনার অংশ থেকে তারা ইসলামী হিসাব মতে যা পাবে সেটা দিয়ে দেয়া।
২। আপনার বাবার দাদাও খুব খারাপ কাজ করে গেছেন। তাকে যদি পাপমুক্ত করতে চান তাহলে দাদার জমি থেকে ওয়ারিসদেরকে দিতে হবে। তার সম্পত্তির সর্বোচ্চ ১ তৃতীয়াংশ আপনার পিতা পাবে। বাকীটা ওয়রিসরা পাবে। সে হিসেবে হিসাব করুন। মনে করেন তার ১২ বিঘা জমি ছিল। ৪ বিঘা আপনার বাবা পাবে। সেখান থেকে আপনার পাবেন। আর বাকী ৮ বিঘা আপনার পাবেন না। বাকী ওয়রিশরা পাবে। বিস্তারিত হিসাবের জন্য একজন বিজ্ঞ আইনজীবির পরামর্শ নিতে হবে আপনাকে।