As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6300

যিকির দুআ আমল

প্রকাশকাল: 30 Apr 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি একজন ছেলেকে খুবই পছন্দ করি (কোন সম্পর্ক নেই তার সাথে )। মানুষ হিসেবে সে ভালো,দ্বীন মেনে চলার চেষ্টা করে। তবে তার ফ্যামিলির মানুষ খুবই ঝগড়াটে (মা আর বোনেরা)। আমার তাদেরকে খুব ভয় লাগে। ১/ এখন তাকে চেয়ে আল্লাহর কাছে দোয়া করলে আমি সারাদিন অশান্তিতে থাকি যে এমন একজন মানুষকে আল্লাহর কাছে চেয়ে যাচ্ছি যার ফ্যামিলির মানুষ ঝগড়াটে। আমি দোয়া করে নিজের জন্য হয়তো অশান্তি ঢেকে আনছি( দোয়া এভাবেই করি যে আল্লাহ সে আমার জন্য কল্যানকর হলে তাকে মিলিয়ে দাও)। ২/তার ফ্যামিলির মানুষের কথা মনে করে এখন আর তাকে পাওয়ার জন্য দোয়া করি না। এতেও শান্তি পাই না। মনে হয় দোয়া করলে হয়তো তাকে পাবো। আমার আসলে কীভাবে দোয়া করা উচিত? নাকি ওকে চেয়ে দোয়া না করাই ভালো? আপনাদের কাছে দ্বীনি পরামর্শ আশা করছি। বিষয়টা খুবই সাধারণ হলেও আমি এটা নিয়ে খুবই মানষিক ট্রমায় আছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি শয়তানের খপ্পরে পড়েছেন। তাকে নিয়ে কোন দুআ করার দরকার নেই। তাকে নিয়ে কোন চিন্তা করারও দরকার নেই।

আমাদের নতুন ওয়েবসাইটটি ভিজিট করতে ক্লিক করুন।