আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6301

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 মে 2023

প্রশ্ন

আমার এক আত্মীয়ার শাশুড়ির সোনার চুড়ি গোসলখানায় পড়েছিল। আমার আত্মীয়া তা নিয়ে নিজের কাছে রেখে দেয় এবং চুড়িটা দিয়ে আংটি বানিয়ে ব্যাবহার করে। পরবর্তীতে সে তার ভুল বুঝতে পেরে আংটি মসজিদে দিয়ে দেয় কারণ তার শাশুড়িকে ফেরত দিতে গেলে বড় ঝামেলা হতো। এখন তার গুনাহ কি মাফ হয়েছে?

উত্তর

না, তার গুনাহ মাফ হয় নি। তাকে অবশ্যই ফেরৎ দিতে হবে। নিজের ভুল স্বীকার করে ফেরৎ দিলে আশা করি সমস্যা হবে না।