ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6299
আস-সালামু আলাইকুম, আমি সৌদি থাকি এখানে সৌদিরা সিসা (হুক্কা/তামাক) খায়। এটা খাওয়া কি হারাম/না অন্য কিছু জানাবেন দয়া করে । আমি এইখানে কাজ করি। এর জন্য আমকে সঠিকটা জানাবেন দয়া করে। আর একটা কথা কি তারা যেটা বিক্রি করে ঐটা আরজিনাল এর সাথে কিছু মিক্স করে বিক্রি করে। বলে অরজিনাল। আমার যে এইখান থেকে যে বেতন টা আসে সেটা কি হারাম/হালাল হবে দয়া করে জানবেন।
ওয়া আলাইকুমুস সালাম। তামাক মানব দেহের শুধুই ক্ষতি করে। সুতরাং তামাকজাত যে কোন দ্রব্য সেবন হারাম। এটা ক্রয়-বিক্রয় করাও হারাম। এসব দোকানে কাজ করা যাবে না। আপনি যতদ্রুত সম্ভব অন্য কান স্বচ্ছ ও সুন্দর উপার্জনের ব্যবস্থা করুন। আল্লাহ আপনাকে যথেষ্ট পরিমাণ সম্মানজনক হালাল উপার্জনের ব্যবস্থা করে দিন।