আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6181

বিবাহ-তালাক

প্রকাশকাল: 1 জানু. 2023

প্রশ্ন

আস-সালামু আলায়কুম, বিয়েতে কন্যার কবুল বলা কি জরুরি? আমি শুনলাম এক আলেম বলছেন মেয়েকে কবুল বলতে হবে না তার সম্মতি থাকলেই হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আলেম সাহেব ঠিকই বলেছেন। কবুল শব্দ বলা জরুরী কিছু না। যে কোন ভাবে তার সম্মতি জানা গেলেই হবে।