আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6182

হালাল হারাম

প্রকাশকাল: 2 জানু. 2023

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি যে বিল্ডিং এ ভাড়া থাকি, ঐ বিল্ডিং এর মালিক ব্যাঙ্কে (ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ) চাকরি করে। আমি নিশ্চিত না উনি উনার চাকরির টাকা দিয়ে বাড়ি আর জমি করেছেন কিনা। আমার প্রশ্ন হচ্ছে, আমার জন্য ঐ বাড়িতে ভাড়া থাকা জায়েজ হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, আপনার ভাড়া থাকা জায়েজ। আপনি নিয়মিত হালাল টাকা দিয়ে ভাড়া পরিষোধ করবেন। বাড়ির মালিক কীভাবে বাড়ি তৈরী করেছেন সেটা দেখার প্রয়োজন আপনার নেই।