As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6180

প্রশ্ন

আস-সালামু আলায়কুম, আমার এক ভাই সালাতে তার জামা প্যান্ট এর উপর থেকে উঠে গিয়ে পিট দেখা যায় সেটার নিচে কোন কিছু নেই শরীর দেখা যায় তার কি সালাত হবে? তাকে কি সতর্ক করা জরুরি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, তাকে সতর্ক করতে হবে। এমন হলে সালাত বাতিল হওয়ার সম্ভাবনা আছে।