As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6180

প্রশ্ন

স্বর্ণের সাথে কিছু টাকা থাকলে (মোট মূল্য রুপার নিসাব স্পর্শ করলে) জাকাত দিতে হয়, এক্ষেত্রে কিছু টাকার পরিমাণটা কত, জানা খুব জরুরী? ধরেন 2.5 ভরি স্বর্ণের সাথে ৫০০/১০০০ টাকা থাকলে কি জাকাত দিতে হবে?

উত্তর

৫০০/১০০০ টাকা তো হাত খরচ-সংসার খরচের টাকা। যদি এসব খরচের বাইরে কিছু টাকা জমা থাকে, যেমন ৫/১০ হাজার, তাহলে যাকাতের হিসাবে আসবে। তবে নির্দিষ্ট কোন সংখ্যা নেই। সুতরাং নিত্যপ্রয়োজনের বাইরে টাকা থাকলে সেই টাকা যাকাতের হিসাবে নিয়ে আসতে হবে।