জামাতে সালাত আদায় করার সময় কুরআন-সূরা পড়বে তো ইমাম সাহেব। আপনি চুপ করে থাকবেন। আপনার পড়ার দরকার নেই। তাহলে এই সমস্যাও থাকবে না। জোহর ও আসরের সালাতে শুধু সূরা ফাতিহা পড়তে পারেন, অন্য কোন সালাতে কোন সূরা পড়বেন না। বাসায় সালাত আদায় করবেন না। মসজিদে ইমামের পিছনেই সালাত আদায় করবেন। শয়তান আমাদের বিভিন্ন নেক সুরতে ধোকা দেয়, সে আমাদের প্রকাশ্য শত্রু। শয়তানেরর ওয়াসওয়াসায় মসজিদ ত্যাগ করা যাবে না। ফরজ সালাত নিয়মিত মসজিদে আদায় করতে থাকুন আর অন্যান্য সালাতগুলো নিজের মতো করে সুন্দর করে বাসায় বা মসজিদে আদায় করবেন।