জ্বী, আপনি দুটি মাসআলা গুলিয়ে ফেলেছেন। দুটি মাসআলা আলাদা আলোচনা করছি। একটিকে আরেকটির সাথে মিলাবেন না।
১। যদি মেঝে এমন হয় যার মধ্যে নাপাক ঢুকতে পারে, যেমন মাটির মেঝে তাহলে সেখানে পানি ঢেলে পবিত্র করতে হবে। আর যদি টাইলস হয় তাহলে কোন কিছু দিয়ে মুছে দিলে পবিত্র হয়ে যাবে, ধোয়া আবশ্যক নয়। কারণ টাইলসের মধ্যে নাপাকী প্রবেশ করতে পারে না। প্রতিটি এমন জিনিসি যার মধ্যে নাপাকী প্রবেশ করতে পারে না, সবগুলোর হুকুম একই । যেমন, আয়না, ছুরি ইত্যাদি। এগুলো মুছে ফেললেই পবিত্র হয়ে যাবে।
২। যদি কোথাও পানি থাকে আর সেই পানির মধ্যে যদি নাপাকী পড়ে তাহলে অল্প পানি হলে নাপাক হয়ে যাবে, সেই পানি দ্বারা পবিত্র অর্জন করা যাবে না। আর যদি বেশী পানি হয়, অনেক ফকীহ ২ কুল্লাহকে বেশী পানি বলেছেন, তাহলে নাপাকী পড়লেও সেই পানি নাপাক হবে না, সেই পানি দ্বারা ওযু গোসল করা যাবে। তবে পানির ভিতর নাপাকী দৃশ্যমান হলে কিন্তু ওযু গোসল করায যাবে না।