‘আলী (রাঃ) বলেন: مَنْ لَمْ يُصَلِّ فَهُوَ كَافِرٌ ‘‘যে নামায পড়ে না সে কাফির’’। (বায়হাকী, হাদীস ৬২৯১) আব্দুল্লাহ বিন্ মাসঊদ (রাঃ) বলেন: مَنْ لَمْ يُصَلِّ فَلَا دِيْنَ لَهُ ‘‘যে নামায পড়ে না তার কোন ধর্ম নেই। (বায়হাকী, হাদীস ৬২৯১) উপরুক্ত হাদীসদ্বয় কি নির্ভরযোগ্য?