As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6164

প্রশ্ন

Bangladesh e fazar er namaz mosjid e derite pore. Ahle hadis Bhai Ra bole timely basai pora uttam. Sotik Uttar diben.

উত্তর

ফরজ নামায জামাতের সাথে পড়তে হবে। মসজিদে জামাত সময়ের মধ্যেই হয়। ফজরের নামায কখন পড়া উত্তম, এই নিয়ে ফকীহদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন, অন্ধকার থাকতে। অনেকের মতে একটু ফর্সা হওয়ার পর। যখনই পড়েন সেটা সময় মতই পড়া হয়। ফজরের সময় থাকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। সুতরাং একটু দেরী করে জামাতেপড়ার চেয়ে বাসায় পড়া উত্তম বলা মূর্খতা।