আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6163

নামায

প্রকাশকাল: 14 ডিসে. 2022

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি শুনেছি যে নামাজের সময় জামা গুটিয়ে রাখলে নামাজ মাক্রুহ হয়। আমরা যারা জব করি বেশিরর ভাগ সময় দেখা যায় ফুল হাতা জামা পরলে জামার হাতা বেশিরর ভাগ সময় একটু গুটিয়ে রাখি হাতের কব্জি পর্যন্ত বা তার একটু বেশি, এবং বেশিরর ভাগ সময় ঠিক করতে ভুলে যাই, এ ব্যাপারে যদি কিছু বলেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্মরণ থাকলে নামাযের সময় হাতা ঠিক করে নিবেন, গুটিয়ে রাখবেন না। আর যদি মনে না থাকে তাহলে ভিন্ন কথা। হাতা গুটিয়ে রাখতে হাদীসে নিষেধ করা হয়েছে। عَنِ ابْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ لاَ أَكُفُّ شَعَرًا ، وَلاَ ثَوْبًا. ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদীসে নবী সা. বলেছেন, আমাকে নির্দেশ দেয়া হয়েছে ৭ টি অঙ্গের উপর সাজদা করতে এবং চুল ও পোশাক ভাজ তথা গুটিয়ে রাখতে নিষেধ করেছেন। সহীহ বুখারী, হাদীস নং ৮১৬। তবে প্যান্ট টাখনুর নীচে চলে গেলে অবশ্যই গুটিয়ে রাখতে হবে।