As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6162

জায়েয

প্রকাশকাল: 13 ডিসে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম সহশিক্ষা দেখলাম ইসলাম এ হারাম। কিন্তু বাংলাদেশে তো কোনো মহিলা পাবলিক ইউনিভার্সিটি নেই। সেক্ষেত্রে যদি আমি ফুল পর্দা মেইনটেইন করে এবং ছেলেদের সাথে কথাবার্তা কিংবা অবাধ মেলামেশায় জড়াবো না ইনশা আল্লাহ এক্ষেত্রে কি আমার জন্য পাবলিক ইউনিভার্সিটি গুলোতে পড়াশুনা করা জায়েজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পূর্ণ পর্দা অর্থ দেহ ও হৃদয়ের পর্দা যথাযথ রক্ষা করে যদি পড়াশোনা করেন, তাহলে আশা করি জায়েজ হবে। কিন্তু এই পড়াশোনার শেষ পরিণাম কী হবে, এই পড়াশোনা দিয়ে কী করবেন এই সব ভেবে এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন। ছেলেদের সাথে থেকে নিজেকে রক্ষা করা কঠিন ব্যাপার। কোন উদ্দেশ্যে নিজেকে এই কঠিন পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন সেটা খেয়াল করবেন। যদি দেশ ও জাতির সেবার প্রয়োজনে আপনাকে এই চ্যালেঞ্জ নিতে হয় তাহলে নিবেন, নয়তো নিজেকে বিরত রাখবেন।