আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6158

নামায

প্রকাশকাল: 9 ডিসে. 2022

প্রশ্ন

আমি একজন বেসরকারি চাকরিজীবী। যোহরের নামাযের সময় কয়েকজন মিলে জামাতে নামায আদায় করি কিন্তু সেটা প্রায় শেষ সময়ে, ২.৩০ বা ২.৪০ এ।এই অবস্থায় আমি যদি একাকি আগে নামায আদায় করি সেটা উত্তম হবে নাকি পরে জামাতে আদায় করা উত্তম হবে?

উত্তর

জামাতে আদায় করা উত্তম হবে। চেষ্টা করবেন আরেকটু আগে জামাত শুরু করার।