ওয়া আলাইকুমুস সালাম। আপনি মাজলুম, জুলুমের শিকার। আপনি অবশ্যই আল্লাহর কাছে বিচার চাইবেন। তার কাছে দুআ করবেন। তারা আপনাদের হক নষ্ট করেছে এবং করছে। তবে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেহেতু ভালো আছে সেহেতু সবর করুন, এক সময় আল্লাহ ভালো ব্যবস্থা করে দিবেন। তাদের বাড়িতে গেলেও আপনাকে তারা ভালো রাখবে না। আপনার স্বামীকে বলুন, স্বল্প আয়ের হলেও কোন কাজ খুঁজতে, তখন আলাদা বাসায় থাকতে পারবেন। আপনার উপর যারা অত্যাচার করছে আল্লাহ তাদের হেদায়াত দান করুন, আপনাদের কষ্ট দূর করুন।