As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6157

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমি একজন বিবাহিতা নারী। আমার জন্ম চট্টগ্রাম শহরে। এখানে বড় হয়েছি। আমি ইংরেজিতে এম এ করেছি। ২০২১ সালের ৮ ফেব্রুয়ারী আমার বিয়ে হয়, শশুর বাড়ি রাউজানের একটি গ্রামে। বিয়ের দুই মাসের মাথায় আমার স্বামী সৌদি আরব চলে যান। আমাদের বাড়ি নীচতলায়। আমি পরিপূর্ণ পর্দা করে চলি। বিয়ের পর থেকে বুঝতে পারি আমার বাসার বাইরে যাওয়া মানে উঠানে দাঁড়ানোটাও আমার শ্বাশুড়ির মোটেও পছন্দ না। বলে রাখা ভালো উনি আর আমি ছাড়া ওই বাড়িতে আর কেউ থাকতাম না। আমি সারাদিন ঘরের ভেতর বন্দী থাকতাম। প্রচন্ড গরমেও একটু বাইরে বেরিয়ে উঠানে বসাটা ওনার পছন্দ না। এদিকে রাত দিন একটা বাসার

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি মাজলুম, জুলুমের শিকার। আপনি অবশ্যই আল্লাহর কাছে বিচার চাইবেন। তার কাছে দুআ করবেন। তারা আপনাদের হক নষ্ট করেছে এবং করছে। তবে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যেহেতু ভালো আছে সেহেতু সবর করুন, এক সময় আল্লাহ ভালো ব্যবস্থা করে দিবেন। তাদের বাড়িতে গেলেও আপনাকে তারা ভালো রাখবে না। আপনার স্বামীকে বলুন, স্বল্প আয়ের হলেও কোন কাজ খুঁজতে, তখন আলাদা বাসায় থাকতে পারবেন। আপনার উপর যারা অত্যাচার করছে আল্লাহ তাদের হেদায়াত দান করুন, আপনাদের কষ্ট দূর করুন।