আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6159

সাধারণ দান-সদকাহ

প্রকাশকাল: 10 ডিসে. 2022

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম। হুজুর, আমার কাছে ব্যাংক ইন্টারেস্ট এর কিছু টাকা আছে যেটা অনিচ্ছাকৃত আমার অ্যাকাউন্ট এ যোগ হইছে। এখন আমার এক প্রতিবেশী যে অর্থনৈতিক ভাবে দুর্বল, সে ইলেকট্রিক্যাল এর কাজ করে। তার একটি টিউবওয়েল স্থাপন এবং টয়লেট নির্মাণ করা জরুরী কারণ তার পিতা তাকে আলাদা করে দিচ্ছে। এখন আমি কি নিজে সুদ থেকে বাঁচার জন্য তাকে উক্ত ব্যাংক ইন্টারেস্ট হতে কিছু টাকা সওয়াবের নিয়ত ছাড়া দিতে পারি?? #রাকিব, কোম্পানীগন্জ, নোয়াখালী।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, উক্ত টাকা সওয়াবের নিয়ত ছাড়া ঐ প্রতিবেশীকে দিতে পারবেন।