ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6151
আস-সালামু আলাইকুম। যোহর, আসরের ফরজ নামাজে বা যখন ইমাম চুপিচুপি কেরাত পড়েন তখন সুরা ফাতিহার সাথে সুরা মিলিয়ে পড়ার পর যদি সিজদাতে যাওয়ার আগে আরো সুযোগ থাকে তখন কি মাসনুন দোয়া করা বা পড়া যাবে?
ওয়া আলাইকুমুস সালাম। না, কোন দুআ পড়া যাবে না। এটা কুরআন পড়ার সময়, দুআ করার সময় নয়।