ক্যাটাগরি
প্রশ্নোত্তর 6150
আমার আম্মা কুরান পরতে পারেন না কিন্তু তিনি এখন নতুন করে কুরান তেলাওয়াত শিখতে চান। সমস্যা হল তিনি কোন অক্ষর শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না। আজ থেকে ২৫ বা ৩০ বছর পূর্বে আমাদের দেশে যেভাবে পরতেন তিনার উচ্চারণ তেমন হয়। বয়স একটু বেশি হওয়ায় তিনি চেষ্টা করেও পারেন না। এমতাবস্থায় তার করনিয় কি? দয়া করে জানাবেন।
তার পক্ষে যতটুকু সম্ভব তিনি ততটুুকু করবেন।