As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6152

প্রশ্ন

আমার যখন দ্বীন সম্পর্কে জ্ঞান ছিলো না,তখন অনেক খারাপ কাজে লিপ্ত ছিলাম ,তার মধ্যে একটা বিষয় জানার ছিলো সেটা হলো। অনেক সময় অশ্লীল ভিডিও দেখা হতো বিভিন্ন স্যোস্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমে এবং সেখানে আমি নিজেও খারাপ ভিডিও শেয়ার করতাম, যখন বুঝতে পারলাম এগুলা দেখা হারাম, তখন এটা থেকে বেরিয়ে আসলাম (বি:দ্র: এই খারাপ ভিডিওগুলা দেখতাম ফেক আইডি থেকে) এবং ওই আইডি গুলা ডিএক্টিভেট করে দিলাম এমনভাবে যাতে ঐ আইডিতে আর চাইলেও ঢুকতে না পারি। এখন আমার মনে হচ্ছে ঐ আইডিতে যে খারাপ ভিডিও শেয়ার করা ওইগুলা তো এখনও অনেকেই দেখছে আর এটার জন্য তো আমার আমলনামায় ও গুনাহ যুক্ত

উত্তর

যদি ভিডিওগুলো মুছে দেয়া সম্ভব হয় মুছে দিবেন। সম্ভব না হলে তওবা করে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে।