আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6147

কুরআন

প্রকাশকাল: 28 নভে. 2022

প্রশ্ন

আমার বয়স এখন ৩৫। আমি ছোট বেলায় হাফিজি মাদ্রাসায় পড়েছিলাম। ২০ পারার মতো মুখস্তও করেছিলাম। তারপর আমার নিজের ভুলের জন্য পড়াশোনা বাদ দিয়ে দেই। বর্তমানে আমার কিছুই মুখস্ত নেই। এমতবস্তায় আমার কি গুনাহ হবে? আমার করনীয় কী? বর্তমানে আমার পক্ষে তা পুনরায় মুখস্ত করাও অসম্ভব প্রায়।

উত্তর

নিয়মিত কুরআন পড়বেন। মুখস্তগুলো উদ্ধারের চেষ্ট করবেন।