ওয়অ আলাইকুমুস সালাম। পর্দা রক্ষা করা ফরজ। সুতরাং পর্দা রক্ষা করে যদি পড়াশোনা সম্ভব হয় পড়াশোনা করবেন। আর যদি পড়াশোনা করার জন্য পর্দায় ব্যাঘাত হয় তাহলে এই পড়াশোনা বাদ দেয়া আবশ্যক। ফেস দিয়ে হাজিরা দেয়া হলে যদি আপনার ফেস অন্য কোন পুরুষ দেখার কোন সম্ভাবন থাকে তাহলে এটা জায়েজ হবে না।