আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6146

জায়েয

প্রকাশকাল: 27 নভে. 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমার বিয়ের পর থেকে আমার বাবার বাড়ি থাকি। প্রায় সাড়ে তিন বছর ধরে। আমার স্বামী স্টুডেন্ট। তিনি কোনো উপার্জন করেন না। চাকরি পাচ্ছেন না। আমাকে সরকারি চাকরি করতে বলেন। আমি পরিপূর্ণ পর্দা করতে ইচ্ছুক। প্রায় সব চাকরির পরীক্ষার ক্ষেত্রেই মুখ, কান দেখানো আবশ্যক। আমার জন্য কি সরকারি চাকরির পরীক্ষা দেওয়া জায়েজ হবে? আমি আর আমার বাবার বাড়ি থাকতে চাচ্ছি না, একটা চাকরির ব্যবস্থা হলে আমি সংসার শুরু করতে পারবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার স্বামীকে বলুন, চাকুরী খোঁজার সাথে সাথে কোন কাজে যুক্ত হোক যাতে করে স্ত্রীর ভরণপোষন দেয়ার মত সক্ষমতা তার তৈরী হয়। কোন ভাবেই যদি সে আপনার ভরণপোষন দিতে না পারেন তাহলে পূর্ণ পর্দা রক্ষা করে আপনি চাকুরি করতে পারেন। সরকারী -বেসরকারয় যাই হোক পর্দা রক্ষা জরুরী।