As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6024

গুনাহ

প্রকাশকাল: 28 জুলাই 2022

প্রশ্ন

আস-সালমু আলাইকুম, আমি বিশ্ববিদ্যালয় এর একজন ছাত্র, আমার এক বন্ধু ৩ বছর আগে একটি কঠিন রোগে আক্রান্ত হয় বলে আমরা জানতে পারি। তার পারিবারিক অবস্থা খারাপ হওয়ার কারনে তার পরিবার এর পক্ষ থেকে চিকিৎসার ব্যায়ভার বহন করা সম্ভব হয়নি। যার কারনে আমরা ডিপার্টমেন্ট এর বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র এবং শিক্ষকরা মিলে মোটা অংকের টাকা সাহায্য তুলে তার হাতে দেই।

সে চিকিৎসার জন্য দেশের বাইরে যায় এবং এক মাস পর দেশে ফেরত আসে, ফেরত আসার পর তার কাছে টাকার হিসাব চাওয়া হলে সে ঠিকমতো টাকার হিসাব দিতে পারে নি, এবং সে বলে যে তাকে আবার কিছু দিন পরেই দেশ এর বাহিরে যেতে হবে তাই সে বাকি টাকা ফেরত দিবে না। পরবর্তীতে সে ফিরে এসে বলে তার সব টাকা খরচ হয়ে গেছে।

আমরা সাম্প্রতিক সময় জানতে পারলাম তার যে কঠিন রোগ হয়েছে বলে আমরা জানতাম, সেটি আসলে তার হয়নি।এখন যে আমরা তাকে বিশ্বাস করে এত গুলো টাকা তুলে দিলাম, সে তা অন্য খাতে ব্যয় করেছে তাতে কি আমাদের সকল এর গুনাহ্ হবে? অথবা আমরা টাকা তোলার জন্য কি সোয়াব পাব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, আপনাদের গুনাহ হবে না, সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সে যদি মিথ্যা বলে, ধোকা দিয়ে টাকা নিয়ে থাকে তাহলে তার গুনাহ হবে।