As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 6025
আস-সালামু আলাইকুম। আমি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে মোবাইলে পড়ার জন্য মূল বইয়ের পরিবর্তে PDF বই ডাউনলোড করে পড়ি। কারন বাজার থেকে মূল বই কেনার পরিবর্তে PDF বই ডাউনলোড করে পড়া অনেকটাই সহজলভ্য। তাই এভাবে মূল বইয়ের পরিবর্তে PDF বই ডাউনলোড করে পড়া কী বৈধ হবে।

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6025

প্রশ্ন

আস-সালামু আলাইকুম। আমি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে মোবাইলে পড়ার জন্য মূল বইয়ের পরিবর্তে PDF বই ডাউনলোড করে পড়ি। কারন বাজার থেকে মূল বই কেনার পরিবর্তে PDF বই ডাউনলোড করে পড়া অনেকটাই সহজলভ্য। তাই এভাবে মূল বইয়ের পরিবর্তে PDF বই ডাউনলোড করে পড়া কী বৈধ হবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। । ফ্রীতে ডাউনলোডের সুযোগ থাকলে সেগুলো সে পিডিএফগুলো ডাউনলোড করে পড়লে আশা করি সমস্যা হবে না। যখন ফ্রীতে ডাউনলোডের সুযোগ থাকে তখন অনুমতি রয়েছে বলে গণ্য হবে। একজন পাঠকের পক্ষে এর চেয়ে বেশী অনুসন্ধানের সুযোগ থাকে না। তবে যদি কোনভাবে নিশ্চিত হওয়া যায় যে, মূল লেখকের বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পিডিএফ ছাড়া হয়েছে তাহলে ডাউনলোড করা জায়েজ হবে না। আর যদি অর্থের বিনিময়ে ডাউলোড করেন তাহলে অবৈধ হওয়ার কোন কারণ নেই।