As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 6023

বিবিধ

প্রকাশকাল: 27 জুলাই 2022

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার এক ভাই আছে উনি সালাত আদায় করে না মানে শুক্রবার যায় খালি তো আমি উনাকে প্রায়ই বলি সালাতে আসার জন্য। তো একদিন বললাম যে ভাই আর যাই হউক কাফের হয়ে মৃত্যুবরণ কইরেন না, এটা অনুরোধ করছি। এখন আমি কি তাকে কাফের বলে ফেলেছি। যদি এই বলার কারণে যদি কাফের বলা হয়ে থাকে তাহলে কি আমি তার কাছে ক্ষমা চাইব?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এভাবে বলা ঠিক হয় নি। শুধু শুক্রবারে নামায পড়লেও তাকে কাফের বলা যায় না। তার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে নিবেন।