আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 600

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 সেপ্টে. 2007

প্রশ্ন

bus এর মাঝে থাকার সময় নামায কাযা হলে কি ইশার সাথে আসর, মাগরিব কসর হিসেবে পড়তে হবে?

উত্তর

বাসে থাকা অবস্থায় নামায পড়তে না পারলে, নেমে আপনি যদি মুসাফির থাকেন ক্বছর করবেন। আর যদি বাসে মুসাফির ছিলেন বাস থেকে নেমে মুক্বিম হয়ে গেছেন তাহলেও ক্বছর করবেন। তবে বাসে যদি মুকিম থাকেন তাহলে বাস থেকে নেমে পূর্ণ নামায আদায় করবেন।আর মাগরিবের নামাযের কোন কসর হয় না।