As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 601
আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, মুহতারাম আমার বয়স প্রায় ২৪ বছর, আমি মাদরাসাতে পড়াশুনা করতে অনেক আগ্রহী, কিছু ভাল পরামর্শ দিবেন আশা করি–

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 601

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, মুহতারাম আমার বয়স প্রায় ২৪ বছর, আমি মাদরাসাতে পড়াশুনা করতে অনেক আগ্রহী, কিছু ভাল পরামর্শ দিবেন আশা করি–

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার যে আবেগ তা অবশ্যই প্রশংসনীয়, তবে এ আবেগ ধরে রাখা অনেক কঠিন। আর মাদ্রাসায় পড়া ফরজ নয়, দ্বীনের প্রয়োজনীয় মাসআলা মাসায়েল শেখা কোরান শরিফ শুদ্ধকরে পড়া ফরজ। আর কোরান বুঝার জন্য এখন বাংলা অনুবাদ কোরান পাওয়া যায় তা কিনে পড়তে পারেন। আর হাদিসের অনুবাদও পাওয়া যায়। আপনি একজন আলেমের তত্বাবধানে তেকে পড়া লেখা চালিয়ে যান। ইনশা আল্লাহ দ্বীন জানা ও মানা সহজ হয়ে যাবে। তবে সতর্ক করছি নিজে নিজে বড় আলেম হওয়ার চেষ্টা করবেন না, আলেমত হতে পারবেনই না বরং গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।