As-Sunnah Trust

প্রশ্নোত্তর

প্রশ্নোত্তর 599
আমি বিবাহিত, তবে আমার স্ত্রী আমার কাছে থাকে না, তাই আমি মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে কথা বলতে বলতে হ্স্তমৈথুন করে ফেলি, আমি জানি এটা পাপ, তবুও মাঝে মাঝে নিজেকে নিয়ন্ত্রন করতে পারি না। এখন আমি কী করতে পারি। আমার পাপ হয়ে যাচ্ছে, এমন করার ইচ্ছা না থাকলেও আমার

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 599

প্রশ্ন

আমি বিবাহিত, তবে আমার স্ত্রী আমার কাছে থাকে না, তাই আমি মাঝে মাঝে আমার স্ত্রীর সাথে কথা বলতে বলতে হ্স্তমৈথুন করে ফেলি, আমি জানি এটা পাপ, তবুও মাঝে মাঝে নিজেকে নিয়ন্ত্রন করতে পারি না। এখন আমি কী করতে পারি। আমার পাপ হয়ে যাচ্ছে, এমন করার ইচ্ছা না থাকলেও আমার এমন হয়ে যায়, পরামর্শ চাই।

উত্তর

আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। স্ত্রীকে আপনার কাছে নিয়ে যাওয়র চেষ্টা করুন অথবা অল্প কয়েকদিন পর পর বাড়ি যাতায়াত করুন। । আর ফোনে আলাপ করার সময় বৈবাহীক বিষয়ে আলাপ করবেন না। স্বভাবিক কথা বার্তা বলবেন।