ক্যাটাগরি
প্রশ্নোত্তর 5889
সন্দেহের রোগীদের হুকুম আর স্বাভাবিক মানুষের হুকুম ভিন্ন। আপনি তো সন্দেহের সমস্যায় ভুগছেন। সুতরাং নাপাকি থাকার বিষয়টি নিশ্চিত হলেই কেবল সেখানে আপনার কাপড় লাগলে কাপড় পবিত্র করবেন। শুধু সন্দেহের কারণে কাপড় নাপক হবে না।
২। জ্বি, সন্দেহের রোগীদের জন্য রাসূলুল্লাহ সা. এই কথা বলেছেন, “বায়ু নির্গত হওয়ার ক্ষেত্রে শব্দ শোনা বা গন্ধ পাওয়া গেলে অযু ভাঙবে।”
সন্দেহের রোগীদের ক্ষেত্রে হুকুম হলো যে, যদি নিশ্চিত ধারণা হয় যে, পিছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়েছে তাহলে অযু ভেঙ্গে যাবে। নিশ্চিত না হয়ে শুধুমাত্র ধারণা বশতঃ হলে অযু ভাঙ্গবে না।
সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে সে অনুভব করলেই হবে, শব্দ শোনা বা গন্ধ পাওয়া লাগবে না।وَعَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ: شُكِيَ إِلَى النَّبِيِّ صلي الله عليه وسلم الرَّجُلُ يَجِدُ الشَّىْءَ فِي الصَّلَاةِ حَتَّى يُخَيَّلَ إِلَيْهِ فَقَالَ ” لَا يَنْفَتِلُ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا
আব্বাদ ইবনু তামীম হতে তাঁর চাচার সূত্রে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে অভিযোগ করল যে, কখনো সালাতের মধ্যে কিছু একটা সন্দেহ হয় যে, তার অযু হয়ত নষ্ট হয়ে গেছে। তিনি বললেন, (বায়ু নির্গত হওয়ার) শব্দ না শুনা কিংবা গন্ধ না পাওয়া পর্যন্ত সালাত ছাড়বে না। সুনানু আবু দাউদ, হাদীস নং ১৭৬। হাদীসটি সহীহ।
৩। নিশ্চিত না হওয়া পর্যন্ত শুধু সন্দেহের কারণে কোন পদক্ষেপ নিবেন না। আল্লাহর কাছে দুআ করবেন।
এখানে প্রশ্ন করবেন, দ্রুত উত্তর পাবেন ইনশাআল্লাহ। তবে এই ধরণের প্রশ্ন করার দরকার নেই। সন্দেহের ভিত্তিতে কিছু করবেন না।