As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 5890

নামায

প্রকাশকাল: 16 Mar 2022

প্রশ্ন

 Assalamu Alaikum, bitir er namaz ki wazib, naki sunnate muakkadah? wazib ar sunnate muakkaday parthokko ki? ebong wazib ar Foroz er parthokko ki? Oneke boley je fozorer 2 rakat sunnah ebong bitirer namaz same catagory, tahole ekta sunnah ar onnota wazib kivabe hoy? Please ei bishoy bistarito alochona korle upokrito hotam. Arekta question holo – Duhr er foroz salater ager 4 rakat sunnah ki ekshathe 4 rakat porte hoy, naki 2+2 rakat evabe porte hoy? Assalamu Alaikum.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ৫ ওয়াক্ত নামায ফরজ। এর বাইরের নামাযগুলো ফরজ নয়। তবে ফরজের বাইরের সকল সালাতের গুরুত্ব এক নয়। হাদীসের ভিত্তিতে এই সালাতগুলোর কোনটির গুরুত্ব অন্যটির চেয়ে কম বা বেশী। সবচেয়ে যে গুলোর গুরুত্ব সেগুলোকে হানাফী মাজহাবে ওয়াজিব বলে, তার পরেরগুলোকে সুন্নাতে মুয়ক্কাদাহ বলে, তার পরের গুলোকে সাধারণ সুন্নাহ বলে, তার পরের গুলোকে নফর বা মুস্তাহাব বলে সাধারণত। তবে ওয়াজিব বাদে সবগুলোকে এক সাথে সুন্নাত বা নফলও অনেক কিতাবে বলা হয়েছে। তবে অন্যন্য মাজহাবের আলেমেরদের নিকট ওয়াজিব নামায বলে কিছু নেই। হয় ফরজ নয় সুন্নাহ। সেই হিসেবে তার বিতরকে সুন্নাহ বলেন, আর হানাফীরা ওয়জিব বলেন, কারণ হাদীসে বিতরের বিষয়ে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হয়েছে। ফজরের সুন্নাতের ক্ষেত্রেও যেহেতু আল্লাহর রাসূল সা. বিশেষ গুরুত্ব দিয়েছেন সে জন্য এটা অন্যান্য সুন্নাতে উপর গুরুত্ব পাবে। তাই অনেকে বলেন, ওয়াজিবের কাছাকাছি। ফজরের সুন্নাতের চেয়ে বিতরের গুরুত্ব হাদীসে বেশী, দুটো একই সমানের নয়।

হাদীসে যুহরের ফরজের আগে চার রাকআত সালাতের কথা বলা হয়েছে, সুতরাং একসাথে চার রাকআত পড়াটা বেশী ভালো বলে মনে হয়। তবে সুন্নাত হওয়ার কারণে দুই রাকআত করেও পড়তে পারেন।